728x90 AdSpace

  • Latest News

    সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার বিশেষ কিছু ইবরত-নছীহত মুবারক-৪

    গীবতকারীদের প্রতি সতর্কবাণী:

    সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো কিছুদূর গিয়ে দেখেন, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা কতকগুলি লোকের পার্শ্বদেশের গোশত কেটে কেটে তাদেরকে খাওয়াচ্ছেন। আর তাদেরকে উনারা বলছেন, ‘যেমন তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের ভাইদের গোশত খেতে; তেমনই এখনো খেতে থাকো।’ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় জানা থাকা সত্ত্বেও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতদেরকে নছীহত করার লক্ষ্যে হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে বললেন, হে জিবরীল আলাইহিস সালাম! এরা কারা।’ হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে বললেন, ‘এরা হচ্ছে মুসলমান নামধারী ওইসব লোক, যারা অপরের গীবত করতো অর্থাৎ দোষ অন্বেষণ ও বর্ণনা করে বেড়াতো।’ নাউযুবিল্লাহ।
    গীবত মারাত্মক জঘন্য গুনাহ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতোই অপরাধ গীবত করা।
    তাই প্রত্যেক পুরুষ ও মহিলার দায়িত্ব-কর্তব্য তথা ফরয হলো- গীবত থেকে বেঁচে থাকা। যামানার মহাসম্মানিত মুজাদ্দিদ ও ইমাম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার নিকট এসে বাইয়াত হয়ে উনার ছোহবত মুবারক ইখতিয়ার করে গীবতসহ সকল হারাম বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞানার্জন করে সেগুলো থেকে দূরে থাকতে হবে।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=10964
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার বিশেষ কিছু ইবরত-নছীহত মুবারক-৪ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top