728x90 AdSpace

  • Latest News

    স্বপ্ন কি তা জানুন

    বপ্নঃ
    আত্মা একটি উজ্জ্বল ও স্বচ্ছ আয়নার ন্যায় ৷আর লওহ মাহফুজ একটি আয়না স্বরূপ৷ উনার মধ্যে পৃথিবীতে যাবতীয় ঘটনা ও বস্তুর ছবি অঙ্কিত আছে ৷
    একটি স্বচ্ছ পরিষ্কার আয়নাকে আর একটি বিচিত্র রঙ্গে রঞ্জিত আয়নার উপর ধরলে বিচিত্র বর্ণে চিত্রিত আয়নাটির ছবি যেমন সেই স্বচ্ছ ও পরিষ্কার আয়নার মধ্যে প্রতিফলিত হয় ৷
    তদ্রূপ নির্মল ও পবিত্র আত্মা লওহ মাহফুজ উনার নৈকট্য লাভ করলে উনার মধ্যে লিপিবদ্ধ বিশ্ব জগতের যাবতীয় ঘটনা ও বিষয়সমূহ উক্ত নির্মল ও স্বচ্ছ আত্মার মধ্যে প্রতিফলিত হতে থাকে ৷
    এই লওহ মাহফুজ উনার সান্নিধ্য লাভ করার জন্য আত্মাকে যাবতীয় পাপের মলিনতা থেকে সম্পূর্ণ নির্মল ও পবিত্র রাখা আবশ্যক ৷জড়জগতের সাথে আত্মার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয়
    আত্মাকে যে পরিমানে নির্মল রাখা যায় এবং জড়জগতের সাথে যত সম্পর্ক ছিন্ন করা যায় লওহ মাহফুজ উনার ঘটনাবলী সে পরিমাণে আত্মার মধ্যে প্রতিফলিত হতে থাকে৷
    আত্মা যে পর্যন্ত জড় ডগতের সাথে জড়িত থাকে ততক্ষণ এ সম্বন্ধটি আত্মা ও লওহ মাহফুজ উনার মধ্যস্থিত বিষয়গুলি আত্মার মধ্যে প্রতিফলিত হতে পারে না ৷11390217_1430327913956058_6111848382228426475_n

    ইহাও মনে রাখা আবশ্যক যে , নিদ্রাকালে জড়জগতের সাথে আত্মার যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয় না বাহ্যিক ইন্দ্রিয়গুলোর বাহ্যিক কাজ লুপ্ত হয় বটে , কিন্তু তার কল্পনা পূর্ব সংস্কারগুলো একেবারে লুপ্ত হয় না ৷
    সেজন্য নিদ্রাকালে লওহ মাহফুজ উনার প্রতি আত্মার সংযোগ স্থাপনের পথ পুরোপুরি মুক্ত ও পরিষ্কারভাবে দৃষ্টিগোচর না হয়ে সাদৃশ্য ও মিছাল আকারে স্বপ্নে দৃষ্টিগোচর হয়৷
    আয়নার সামনে পর্দা থাকলে পর্দার অন্তরালের কোন বস্তুর ছবি আয়নার মধ্যে প্রতিফলিত হয় না ৷অপরিষ্কার আয়নায় অস্পষ্ট ছবি দেখা যায় ৷ ভাঙ্গা আয়নায় এক বস্তুর অনেক ছবি দেখা যায়৷ আবার কোন কোন আয়নায় বিরূপ ছবিও দেখা যায়৷আত্মারূপ আয়নার মধ্যে আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছায়া প্রতিফলিত হওয়ার সময়ও এরূপ অসুবিধার সৃষ্টি হয়ে থাকে৷
    দলীল–
    √ কিমিয়ায়ে সা’দাত
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: স্বপ্ন কি তা জানুন Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top