728x90 AdSpace

  • Latest News

    কা‘বা শরীফ ও রওজা শরীফ -এর ছবিযুক্তজায়নামাযে নামাজ অাদায় করা হারাম


    কা‘বা শরীফ মসজিদে নববী শরীফ এবং বাইতুল মুকাদ্দাস শরীফ হচ্ছে ,অাল্লাহ পাক এর শেয়ার বা নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকের জন্য ই ফরজ এবং অশেষ কল্যাণের কারণ ও বটে। এ প্রসঙ্গে অাল্লাহ পাক বলেন :-
    ومن يعظم شعل ءر الله فاها من تقوى القلوب
    অর্থ:- যে ব্যক্তি অাল্লা অাল্লাহ পাক এর নিদর্শনসমূহের প্রতি সম্মান. প্রদর্শন করবে, নিশ্চয়ই. তা তার জন্য অন্তরের. তাক্বওয়া বা পবিত্রতার নিদর্শন(সূরা হজ্জ-৩২)
    অাল্লাহ পাক অন্যত্র অরো বলেন:-
    ومن يعظم حرمت الله فهو خيرله عندربه
    অর্থাৎ: অাল্লাহ পাক যে সকল বস্তুকে সম্মনিত করেছেন ,তাকে যে ব্যক্তি সম্মান করলো,এটাতার জন্য অল্লাহ পাকের নিকট কল্যাণ বা ভালাইয়ের কারণ হবে।”(সরূরা হজ্জ-৩০)
    উপরি উক্ত অায়াত শরীফ দ্বারা এটাই ছাবিত হলো যে মহান অাল্লাহ পাক-এর. নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রর্শন করা সকলের জন্য ফরজ।অার সে গুলো অবমাননা করা সম্পূর্ন ই হারম এবং নাজায়িয।কাজেই“পবিত্র কা‘বা শরীফ,মসজিদে নববী শরীফ,বাইতুল মুকাদ্দাস শরীফ,যেহেতু অাল্লাহ পাক -এর নিদর্শন সমূহের অন্তর্খুক্ত,সেহেত উক্ত নিদর্শন সমূহকে পায়ের নিচে রাখা বা সেগুলোকে পদদলিত করা অাল্লাহ পাক-এর নিদর্শন সমূহকে অবমাননা করার শামিল।যা শুধু অাবের খেলাফই অন বরং স্থান ও ক্ষেত্র বিশেষে নাজায়িয, হরাম ও কুফরী। তাইমহান অাল্লাহ পাক ইরসাদ করেন :-
    يايها الزين امنوا لتحةلو اشعءر 
    الله
    অর্থ:-“হে ঈমানদার গন !তোমরা অাল্লাহ পাক- এর নিদর্শন সমূহের অবমাননা করোনা”(সূরা মায়িদা-২)উদাহরন সরূপ বলাতে পারে যেমন ,ছবি তোলা হারাম. এর পরও যদি কোন ব্যক্তি তার পিতার ছবি তোলে , সেই ছবি যদি ৩য় কোন ব্যক্তি পাদিয়ে মাড়ায় ,যার পিতার ছবি সে ব্যক্তি কি সেটা সম্মান জনক হিসেবে মেনেনিবে ?কখনই সেটা সম্মানজনক হিসেবে গ্রহন করবে না।বরং যার পিতার ছবি সে ঐ ব্যক্তির উপর গোস্বা করবে,যে তার পিতার ছবিকে মাড়িয়েছে।কারন তার পিতার ছবিকে পাদিয়ে মাড়ানোর কারনে ইহানতই করা হয়ছে।ইজ্জত,সম্মান করা হয় নাই।উল্লেখ্য ,করো পিতার ছবি যদি পা দিয়ে মাড়ানোর কারনে ইহানত হয় তাহলে পবিত্র কা‘বা শরীফ,মসজিদে নববী শরীফ,বাইতুল মুকাদ্দাস শরীফ যা অাল্লাহ পাকের শেয়ার, পবিত্র কা‘বা শরীফ,মদীনা শরীফ ও বাইতুল মুকাদ্দাস শরীফ-এর ইহানত হবে না? অবশ্যই হবে
    হাদীস শরীফে ইরশাদ হয়েছে:-
    الکفر ملة واحدة
    অর্থ:-“সমস্ত কাফিররা, বিধর্মীরা মিলে এক দল”
    ক্রুসেডের যুদ্দে পরাজিতের পর তারা প্রতিশোধ. নেয়ার জন্য ইহুদী -খ্রিস্টানরা মরিয়া হয়ে ইসলাম ও মুসল মানদের উপর একের পর এক হিংসাত্নক,মারাত্নক ও ধ্বংসাত্বক অাঘাত হেনে চলছে ।তাদের সম্মিলিত চক্তান্ত বা কূটকৌশলের মাধ্যমে মুসলমানদের পবিত্র ও সম্মানিত স্থান -পবিত্র কা‘বা শরীফ ও রওজা শরীফ সংলগ্ন মসজিদে নববী শরীফ এবং বাইতুল মুকাদ্দাস শরীফ-এর ছবি সম্বলিত অধিকাংশ জায়নামাজ তৈরিকরে মুসলমানদের সম্মানিত. জিনিস গুলোকে মুসলমাদের পায়ের নিচে ঠেলে দিয়ে মুসলমাদের দ্বারই ইসলামের অবমাননা করিয়ে নিচ্ছে।মূলত মুসলমাদের ঈমান হরন করে নিচ্ছে
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: কা‘বা শরীফ ও রওজা শরীফ -এর ছবিযুক্তজায়নামাযে নামাজ অাদায় করা হারাম Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top