728x90 AdSpace

  • Latest News

    প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, তরীক্বাসমূহের ইমামগণ বলেন, “প্রতিটি মানুষের শরীরে দশটি লতিফা রয়েছে।

    যেমন- ক্বলব, রূহ্, সির, খফি, আখ্ফা, নফ্স, আব(পানি), আতেশ(আগুন), খাক(মাটি) ও বাদ(বাতাস)।
    উল্লেখিত লতিফাসমূহ শরীরের বিভিন্ন স্থানে অবস্থিত এবং প্রত্যেকটি লতিফাই এক একটি নেক খাছলতের মাক্বাম। যেমন-
    ১) ক্বল্ব্:- বাম স্তনের দু’আঙ্গুল নীচে অবস্থিত। আর ক্বলব্ হচ্ছে তওবার মাক্বাম। অর্থাৎ সালিক যখন ক্বলবের সবক্ব আদায় করে, তখন সে পাপ বা নাফরমানী থেকে ফিরে আসে। তওবার বিপরীত হচ্ছে পাপ বা নাফরমানী অর্থাৎ দুনিয়ার কার্যকলাপের হাসি-ঠাট্টা, তামাসা, মারামারি, কাটাকাটি ইত্যাদির মধ্যে মশগুল থাকা। অর্থাৎ যার তওবার মাক্বাম হাছিল না হবে, সে পাপ বা নাফরমানীতে মশগুল থাকবে।

    ক্বিয়ামাতের দিন সুস্থ ক্বলব ব্যতীত কেউই মুক্তি পাবে না। আল্লাহ তা‘আলা বলেন, يَوْمَ لاَ يَنْفَعُ مَالٌ وَلاَ بَنُوْنَ- إِلاَّ مَنْ أَتَى اللهَ بِقَلْبٍ سَلِيْمٍ- ‘ক্বিয়ামতের দিন কোন অর্থ-সম্পদ এবং সন্তান-সন্ততি কারো কোন উপকারে আসবে না। একমাত্র সে ব্যক্তি মুক্তি পাবে, যে সুস্থ ক্বলব নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে’ (শু‘আরা ৮৮-৮৯)।
    ‘আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
    নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা তোমাদের শরীর ও চেহারার দিকে দেকবেন না; বরং তিনি দেখবেন তোমাদের ক্বলব ও কর্মের দিকে’।
    অন্য হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেন,
    ‘জেনে রেখো! শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছে, যা সুস্থ থাকলে সারা শরীরই সুস্থ থাকে, আর এটা অসুস্থ হয়ে গেলে সারা শরীরই অসুস্থ হয়ে যায়। জেনে রেখো, আর এটাই হ’ল ক্বলব’। --- (updating hobe)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, তরীক্বাসমূহের ইমামগণ বলেন, “প্রতিটি মানুষের শরীরে দশটি লতিফা রয়েছে। Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top