728x90 AdSpace

  • Latest News

    পারিবারিক জীবনের একটি মারাত্মক ভুল, যার সংশোধন নেই

    1) শয়তানের ধোঁকায় পড়ে বা বদচরিত্রের কারণে শ্বশুর যদি তার পুত্রবধূর শরীরে শাহওয়াতের সাথে হাত লাগায় তাহলে তাতে ঐ পুত্রবধূ তার নিজ স্বামীর জন্য হারাম হয়ে যাবেতখন স্বামীর জন্য ঐ স্ত্রীকে পৃথক করে দিতে হবেকোনো মতে তাকে নিয়ে সংসার করা বৈধ হবে না

    2) বালিগ বা প্রাপ্ত বয়স্ক ছেলে যদি নিজের সৎমায়ের শরীরে শাহওয়াতের সাথে হাত দেয়, ইচ্ছাকৃত হোক কিংবা ভুলে তখন ঐ সৎমা তার নিজের স্বামীর উপর সারাজীবনের জন্য হারাম হয়ে যাবেতাকে তালাক দেয়া জরুরী হয়ে পড়বে
    3)
    কোনো লোক যদি তার সৎমেয়ের শরীরে বেখেয়ালে কিংবা দুষ্টামী করে শাহওয়াতের সাথে হাত দেয়, তাহলে ঐ পুরুষের জন্য তার নিজ স্ত্রী হারাম হয়ে যাবে
    4)
    যদি মেয়ের জামাই ভুলে অথবা জেনে-বুঝে তার শ্বাশুড়ীর শরীর শাহওয়াত বা কামভাবের সাথে স্পর্শ করে, তাহলে তাতে ঐ মেয়ের জামাইয়ের উপর তার নিজ স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে

    5)
    কোনো মহিলার সাথে কোনো পুরুষের অবৈধ সম্পর্ক ছিলএখন ঐ মহিলার কন্যার সাথে উক্ত পুরুষের বিবাহ চিরতরের জন্য হারাম হবেকোনোক্রমে বিবাহ করলেও বিবাহ হবে নাতাদের মেলামেশা সম্পূর্ণরূপে ব্যাভিচারে পরিণত হবে
    উল্লেখিত ছুরতসমূহে স্পর্শ করার দ্বারা হারাম সাব্যস্ত হওয়ার শর্তসমূহ:
    6)
    সেই মেয়ে ৯ বছর বয়স্কা বা তার চেয়ে বেশি হওয়াআর ছেলে ১২ বছর বয়স্ক বা তার চেয়ে বেশি হওয়া শর্তকাজেই দুজনের মধ্যে কোনো একজনের বয়স যদি কম হয় তাহলে স্পর্শের দ্বারা হারাম সাব্যস্ত হবে না
    7)
    হাত ও শরীরের মাঝখানে কোনো মোটা কাপড়ের আবরণ না থাকা শর্ততবে যদি এমন পাতলা কাপড় থাকে- যার দ্বারা শরীরের উষ্ণতা অনুভূত হয়, তাহলেও হারাম সাব্যস্ত হবেপক্ষান্তরে এমন মোটা কাপড় বা কম্বলের উপর দিয়ে স্পর্শ করে যে, কাপড়ের কারণে শরীরের উষ্ণতা অনুভূত হয় না, তাহলে তাতে বর্ণিত হারাম সাব্যস্ত হবে নাযদিও তাতে শাহওয়াত বা কামভাব থাকে
    8)
    যদি মেয়ে বা মহিলার শুধু চুলের উপর হাত লাগায় এবং মাথার উপরিভাগের চুল স্পর্শ করে তাহলে বর্ণিত হারাম সাব্যস্ত হবেআর যদি মাথার থেকে নিচে ঝলে পড়া চুলে হাত লাগায়তাহলে হারাম সাব্যস্ত হবে না। (দররুল মুখতার)
    তবে উক্ত ছুরতসমূহে শর্ত পাওয়া না গেলে, বর্ণিত হারাম সাব্যস্ত হবে না সত্য কিন্তু অবশ্যই কবীরা গুনাহে গুনাহগার হবে
    9)
    স্পর্শ করার সময় ছেলে ও মেয়ে পুরুষ কিংবা মহিলা উভয়ের কোনো একজনের শাহওয়াত বা কামভাব জাগ্রত হওয়া শর্তউভয়ের শাহওয়াত বা কামভাব জাগ্রত হওয়া শর্ত নয়। (ফতওয়ায়ে শামী)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পারিবারিক জীবনের একটি মারাত্মক ভুল, যার সংশোধন নেই Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top