728x90 AdSpace

  • Latest News

    বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে যাদের মায়াকান্না, তাদের জন্য…. -মুহম্মদ আব্দুল্লাহ।

    কিছু লোক প্রচার করে বেড়ায়, বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি অনেক নির্যাতিত হয়ে থাকে, কিন্তু ভারতের মুসলমানরা অনেক সুখে-শান্তিতে বসবাস করে।যারা এ ধরনের ডাহা মিথ্যা প্রচারনা করে থাকে- তাদের উত্তরে বলতে হয়, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ভারতে মুসলিম নিধনে দাঙ্গার লিস্ট দেখলে সহজেই অনুমান করা যায় ভারতের মুসলমানরা কী অবস্থায় আছে।

    আসুন দেখি, ভারতে মুসলিম নিধনে বড় বড় কয়েকটি দাঙ্গার লিস্ট:
    ১৯৬১: অক্টোবরে আলিগড়ে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৬২: মধ্য প্রদেশের জাবালপুরে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৬৪: মহারাষ্ট্রের ভিভান্ডিতে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৬৭: বিহারের রানচিতে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৬৯: গুজরাটের আহমেদাবাদে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৭০: মহারাষ্ট্রের ভিওয়ান্দি, জালগন ও মালাদে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৭১: বিহারে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৭৮: আলিগড়ে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৭৮-৮০: বিহারের জামশেদপুর ও উত্তর প্রদেশের বানারসিতে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮০: উত্তর প্রদেশের মুরাদাবাদে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮১: আলিগড়ের মিনাকশিপুরাম ও বিহারাশরীফে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮২: উত্তর প্রদেশের মিরাটে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮৩: আসামে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮৩: কর্নটকের ভাটাকালে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮৬: বিহারের নেওয়াদাতে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮৭: উত্তর প্রদেশের মিরাটে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৮৯: বিহারের ভাগলপুরে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৯০-৯১: আলিগড়ে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৯২-৯৩: মুম্বাই, সুরাট, আহমেদাবাদ, কানপুর, দিল্লিসহ সমগ্র ভারতে মুসলিম নিধনে দাঙ্গা।
    ১৯৯৭: তামিলনাড়–তে মুসলিম নিধনে দাঙ্গা।
    ২০০০: আহমেদাবাদসহ বেশ কয়েকটি এলাকায় মুসলিম নিধনে দাঙ্গা।
    ২০০১: কানপুর, মালিগাঁওতে মুসলিম নিধনে দাঙ্গা।
    ২০০২: গুজরাটে মুসলিম নিধনে দাঙ্গা।
    ২০০৩: মুসলিম নিধনে ৭১১টি দাঙ্গা।
    ২০০৪: মুসলিম নিধনে ৬৭৭টি দাঙ্গা।
    ২০০৫: মুসলিম নিধনে ৭৭৯টি দাঙ্গা।
    ২০০৬: গোয়া ও ভাদোদ্রা (গুজরাট) দাঙ্গাসহ মুসলিম নিধনে ৬৯৮টি দাঙ্গা।
    (Source: Riots and its Aftermath by Shashank Shekhar)
    তবে প্রকৃত হিসেব হচ্ছে, ৪৭’র দেশভাগের পর থেকে যতগুলো দিন অতিবাহিত হয়েছে, তার থেকে বেশি সংখ্যক মুসলিম নিধনে দাঙ্গা সংঘটিত হয়েছে ভারতে। সেক্ষেত্রে সংখ্যালঘুরা কি দেখাতে পারবে, বাংলাদেশে সে ধরনের কোনো হিন্দু নিধন ঘটেছে, কখনোই দেখাতে পারবে না।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে যাদের মায়াকান্না, তাদের জন্য…. -মুহম্মদ আব্দুল্লাহ। Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top