সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত অনুযায়ী আক্বীদা পোষণ করা সকল মুসলমান উনাদের জন্য ফরয
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। অর্থাৎ আক্বীদা উনাকে বিশুদ্ধ করো। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন; সম্মানিত দ্বীন ইসলাম উনার ভিত্তি পাঁচটি- তম্মধ্যে প্রথম ও প্রধান ভিত্তি হচ্ছে ঈমান বা আক্বীদা। সম্মানিত ইসলামী শরীয়ত উনার প্রতিটি বিষয়ে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত অনুযায়ী আক্বীদা পোষণ করা সকল মুসলমান উনাদের জন্য ফরয। তাই ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত দেশের সরকারের জন্যেও ফরয হচ্ছে- মাদরাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে সম্মানিত দ্বীন ইসলাম উনার ছহীহ আক্বীদা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে আলোচনাকালে বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। অর্থাৎ আক্বীদা উনাকে বিশুদ্ধ করো। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন; সম্মানিত ইসলাম উনার ভিত্তি পাঁচটি- তম্মধ্যে প্রথম ও প্রধান ভিত্তি হচ্ছে ঈমান বা আক্বীদা। সম্মানিত ইসলামী শরীয়ত উনার প্রতিটি বিষয়ে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত অনুযায়ী আক্বীদা পোষণ করা সকল মুসলমান উনাদের জন্য ফরয। তাই ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত দেশের সরকারের জন্যেও ফরয হচ্ছে- মাদরাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে সম্মানিত দ্বীন ইসলাম উনার ছহীহ আক্বীদা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আমাদের হানাফী মাযহাব অনুযায়ী আক্বাঈদ উনার সম্মানিত ইমাম হচ্ছেন ৪র্থ হিজরী শতকের মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, ইমামুল মুতাকাল্লিমীন, ইমামুল আক্বাঈদ, আল মুজতাহিদ ফিল মাযহাবিল হানাফিয়্যাহ ইমাম আবুল মানছুর মাতুরিদী রহমতুল্লাহি আলাইহি। অর্থাৎ উনার বর্ণিত আক্বাঈদগুলোই সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা। আর হানাফী মাযহাব উনার অনুসারী প্রত্যেককেই অনুরূপ আক্বীদা অনুযায়ী আক্বীদা পোষণ করতে হবে। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে আক্বীদা উনার গুরুত্ব সবার উপরে। কারণ আক্বীদা যদি বিশুদ্ধ না থাকে তবে কোনো আমলই মহান আল্লাহ পাক উনার নিকট কবুলযোগ্য নয়। অর্থাৎ আমলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, বরং চির জাহান্নামী হতে হবে। যেমন ৭২টি বাতিল ফিরক্বা অর্থাৎ শিয়া, খারিজী, মু’তাজিলা, জাবারিয়া, ক্বদরিয়া, মুশাব্বিহা ফিরক্বা তাদের আক্বীদা বিশুদ্ধ না থাকায় তারা বাতিল ও জাহান্নামী। অনুরূপ কাদিয়ানী ও ওহাবী ফিরক্বা তারা বাতিল ও জাহান্নামী। কারণ কাদিয়ানীদের অসংখ্য কুফরী আক্বীদার মধ্যে একটি কুফরী আক্বীদা হচ্ছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শেষ নবী নন, আরো নবী আসবেন; তাই কাদিয়ানী নিজেকে নবী বলে দাবী করেছে। নাঊযুবিল্লাহ! অথচ আমাদের আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা হচ্ছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘শেষ নবী ও রসূল’। উনার পর আর কোনো নবী-রসূল আসবেন না। বর্তমানে যে ব্যক্তি নবী-রসূল দাবি করবে সে কাট্টা কাফির ও চিরজাহান্নামী হবে। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, অনুরূপ বাতিল ফিরক্বা ওহাবীদের কুফরী আক্বীদাগুলো হচ্ছে- মহান আল্লাহ পাক উনার আকার-আকৃতি রয়েছে, তিনি মিথ্যা বলতে পারেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের মত সাধারণ মানুষ, তিনি মাটির তৈরি, তিনি গইব জানেন না। তিনি হাযির-নাযির নন, মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ বিদয়াত, পবিত্র ঈদে মীলাদন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা বিদয়াত, ফরয নামাযের পর মুনাজাত করা বিদয়াত ইত্যাদি। অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদা মতে মহান আল্লাহ পাক তিনি নিরাকার, তিনি মিথ্যা থেকে সম্পূর্ণ পবিত্র, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কারো মত বা তাদের মতো বাশার নন, তিনি নূর মুবারক উনার সৃষ্টি, তিনি অবশ্যই গইব জানেন, তিনি হাজির-নাযির, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ খাছ সুন্নত। পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয। ফরয নামাযের পর মুনাজাত করা সুন্নত। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মুসলমান হিসেবে থাকতে হলে সকলকেই মহান আল্লাহ পাক, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সকলের প্রতি বিশুদ্ধ আক্বীদা পোষণ করাসহ সম্মানিত ইসলামী শরীয়ত উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে বিশুদ্ধ আক্বীদা পোষণ করতে হবে। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, তাই ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত দেশের সরকারের জন্য ফরয হচ্ছে- আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার সমস্ত আক্বাইদী বিষয়গুলো মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত করা এবং বর্তমান সিলেবাসে যে সমস্ত ভুল ও কুফরী আক্বীদা রয়েছে সেগুলো বাদ দিয়ে কুফরী বিশুদ্ধ আক্বীদা অন্তর্ভুক্ত করা। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত উনাদের সহযোগিতা নিতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন