728x90 AdSpace

  • Latest News

    মুনজিয়াত বা নেক খাছলত বা সৎ স্বভাব

    মুনজিয়াত হলো ঐ সকল নেক খাছলত বা সৎ স্বভাব, যে সকল নেক খাছলত বা সৎ স্বভাব নাযাত বা মুক্তি দেয়। অর্থাৎ “তাযাল্লুক মায়াল্লাহ্” বা আল্লাহ্ পাক-এর সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়।
    কোন বুযুর্গ কবি বলেন, “যদি তুমি মহান আল্লাহ্ পাক-এর নৈকট্য লাভ করতে চাও, তবে তোমার নফ্স বা অন্তরকে নেক খাছলতসমূহ দ্বারা তা’লীম দাও।”
    আর ঐ সকল নেক খাছলত হচ্ছেঃ
    •  তওবা (গুণাহ্ থেকে প্রত্যাবর্তন)
    •  ছবর (ধৈর্য)
    • শোকর (কৃতজ্ঞতা)
    • তায়াক্কুল (ভরসা)
    • ইখলাছ (একনিষ্ঠতা)
    • খওফ (ভয়)
    • রিদ্বা (সন্তুষ্টি)
    • মুহব্বত (ভালবাসা)
    • মুরাক্বাবা (চিন্তা-ভাবনা)
    • মুহাসাবা (আমলের হিসাব)
    • ইনাবত (রুজু হওয়া)
    • যুহ্দ (বিরাগী হ্ওয়া)
    • অরা’ (পরহেযগারী)
    • ক্বনায়াত (অল্পে তুষ্ট)
    • তাস্লীম (আাত্নসমর্পণ করা)
    • তাফাক্কুর (সৃষ্টি নিয়ে চিন্তা করা)
    • শওক্ব (আগ্রহ)
    • তাওহীদ (একত্ববাদ)
    • নিয়ত (সংকল্প)
    • ছিদ্ক (সত্যবাদীতা)
    • ফক্বর (স্বেচ্ছায় দারিদ্রতা গ্রহন করা
    • যিক্বুল মউত (মৃতু্্র স্মরণ)
    • আহ্্রয়ালে আখিরাত (পরকালের অবস্থা)
    • সাখাওয়াত (দানশীলতা)
    • তাওয়াদু’ (বিনয় বা নম্রতা)
    • রিদ্বা(আশা)
    • মুজাহাদা (চেষ্টা বা কোশেশ)
    • মুশাহাদা (দেখা)
    • ইল্ম (জ্ঞান)
    • ইস্তেক্বামাত (দৃঢ়তা)
    • হায়া (লজ্জা)
    • ক্বিল্লাতুত্ ত্বয়াম (কম খাওয়া)
    • আদব (শিষ্টাচার)
    • ইছার বা হুররিয়াত (স্বাধীনতা বা অপরের লাভকে প্রাধান্য দেয়া)
    • হুযূরী ক্বল্ব (সর্বদা অন্তরে যিকির করা)
    • খিদ্মাতুল ফুক্বারা(ওলীগণের খিদমত)
    • উজ্লত(নির্জনতা)
    • তাফবীজ (ভার অর্পন বা দায়িত্ব দেয়া)
    • ইহ্সান (পরোপকার)
    • শুজায়াত (বাহাদুরী)
    • আহ্দ (ওয়াদা)
    • ক্বিল্লাতুল কালাম (কম কথা বলা)
    • ক্বিল্লাতুল মানাম (কম ঘুমানো)
    • কিল্লাতুল্ ইখ্লাত মায়াল আনাম(মানুষের সাথে কম মেলামেশা করা)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মুনজিয়াত বা নেক খাছলত বা সৎ স্বভাব Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top