728x90 AdSpace

  • Latest News

    রাজারবাগ শরীফের সিলসিলা মুতাবিক- নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বার শাজরা শরীফ

    মুক্বাদ্দিমা
    نَحْمَدُه وَنُصَلِّى عَلٰى رَسُوْلِه الْكَرِيْمِ.

    সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ পাক উনার জন্যে যিনি এককঅনন্তঅসীমচিরজীবী,সর্বশক্তিমানসর্বজ্ঞানী ও বিশ্বস্রষ্টা। উনার সন্তুষ্টি লাভই জিন ও ইনসানের একমাত্র কাম্য। যিনি বিশ্ব প্রতিপালক ও বিচার দিনের অধিপতি। বেশুমার ছলাত ও সালাম আমাদের প্রাণের আক্বাতাজেদারে মদীনারহমাতুল্লিল আলামীনশাফিউল মুযনিবীন নূরে মুজাসসামহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর যিনি সাইয়্যিদুল মুরসালীনইমামুল মুরসালীন ও শরীয়ততরীক্বতহাক্বীক্বত এবং মারিফতের মূল।
    একজন তরীক্বতপন্থীর নিকট শাজরা শরীফ-এর গুরুত্ব অপরিসীম। এর দ্বারা প্রত্যেক মুরীদ তার মুর্শিদ ক্বিবলা উনার সিলসিলা কিভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছলো তা জানতে পারে। শাজরা ও সিলসিলা দুটি শব্দই আরবী। এর আভিধানিক অর্থ যথাক্রমে বৃক্ষ (গাছ) ও শিকল। আর ইসলামী পরিভাষায় এর অর্থ মাশায়িখে তরীক্বতগণ উনাদের মুবারক নামসমূহের তরতীবযা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত পৌঁছেছে।
    একজন মুরীদের জন্য তার মুর্শিদ ক্বিবলা উনার শাজরা শরীফ বা সিলসিলা সম্বন্ধে অবগত হওয়া অবশ্য কর্তব্য। আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মুরাদুল মুরীদীন কিতাবে এ প্রসঙ্গে লিখেছেনযে ব্যক্তি মুরীদ হয়েও তার মুর্শিদ ক্বিবলা উনার শাজরা শরীফ বা সিলসিলা সম্বন্ধে অবগত নয়সে ব্যক্তির মুরীদ হওয়া অর্থহীন।
    মাদারিজুস সালিকীন ইলা রুসুমে তরীক্বিল আরিফীন কিতাবে রয়েছেসমস্ত সলফি ছালিহীন ও তরীক্বতের শায়খগণ উনারা একথার উপর একমত হয়েছেন যেযে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার শাজরা শরীফ বা সিলসিলা সম্পর্কে অবগত নয়সে অকর্মণ্য।
    বর্তমানে হিজরী পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদমুজাদ্দিদে আযমগওছুল আযমহাবীবে আযম ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার শাজরা শরীফ বা সিলসিলা সম্বন্ধে সকলকে অবগত করানোর জন্যই এ শাজরা শরীফখানা প্রকাশ করা হলো। এর সাথে হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লিখিত ইছালে ছওয়াব রিসালাখানাও প্রকাশ করা হলো।

    নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বার শাজরা শরীফ
    بسم الله الرحمن الرحيم
    كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلِهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِىْ السَّمَاءِ.

    [নক্শবন্দিয়া ও মুজাদ্দিদিয়া দু'তরীক্বা মিলে নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা হয়েছে]
    ১। ইলাহী বহুরমতে সাইয়্যিদুল মুরসালীনইমামুল মুরসালীনখাতামুন নাবিইয়ীননূরে মুজাসসামহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

    ২। ইলাহী বহুরমতে খলীফাতু রসূলিল্লাহআফদ্বালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম।
    ৩। ইলাহী বহুরমতে ছাহিবু রসূলিল্লাহ হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
    ৪। ইলাহী বহুরমতে হযরত ইমাম ক্বাসিম বিন মুহম্মদ বিন আবূ বকর রহমতুল্লাহি আলাইহি।
    ৫। ইলাহী বহুরমতে হযরত ইমাম জাফর ছাদিক্ব আলাইহিস সালাম।
    ৬। ইলাহী বহুরমতে হযরত ইমাম মূসা কাযিম আলাইহিস সালাম।
    ৭। ইলাহী বহুরমতে হযরত ইমাম আলী রিযা আলাইহিস সালাম।
    ৮। ইলাহী বহুরমতে হযরত শায়খ মারূফ কারখী রহমতুল্লাহি আলাইহি।
    ৯। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবুল হাসান সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি।
    ১০। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদুত ত্বায়িফা জুনায়িদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি।
    ১১। ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ আলী রোদবারী রহমতুল্লাহি আলাইহি।
    ১২। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবুল ক্বাসিম নাসিরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
    ১৩। ইলাহী বহুরমতে হযরত আবূ আলী দাককাক রহমতুল্লাহি আলাইহি।
    ১৪। ইলাহী বহুরমতে হযরত ইমাম আবুল ক্বাসিম কুশাইরী রহমতুল্লাহি আলাইহি।
    ১৫। ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ আলী ফারমুদী রহমতুল্লাহি আলাইহি।
    তিনি পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি উনার পীর ছাহিব। তিনি হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার থেকেও খিলাফত পেয়েছেন। হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি সুলত্বানুল আরিফীন হযরত খাজা বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে রূহানী ফায়িয পেয়েছেনযিনি হযরত ইমাম জাফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার খলীফা।
    ১৬। ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ ইউসুফ হামদানী রহমতুল্লাহি আলাইহি।
    ১৭। ইলাহী বহুরমতে খাজায়ে জাহাঁ হযরত আব্দুল খালিক্ব গুজদাওয়ানী রহমতুল্লাহি আলাইহি।
    ১৮। ইলাহী বহুরমতে হযরত খাজা আরিফ রেওগারী রহমতুল্লাহি আলাইহি।
    ১৯। ইলাহী বহুরমতে হযরত খাজা মাহমূদ আনজীর ফাগনবী রহমতুল্লাহি আলাইহি।
    ২০। ইলাহী বহুরমতে হযরত খাজা আযীযানে আলী রামিতানী রহমতুল্লাহি আলাইহি।
    ২১। ইলাহী বহুরমতে খাজা মুহম্মদ বাবা সাম্মাসী রহমতুল্লাহি আলাইহি।
    ২২। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদ আমীর কুলাল রহমতুল্লাহি আলাইহি।
    ২৩। ইলাহী বহুরমতে খাজায়ে খাজেগাঁইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি।
    তিনি নকশবন্দিয়া তরীক্বার ইমাম।
    ২৪। ইলাহী বহুরমতে হযরত খাজা আলাউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি।
    ২৫। ইলাহী বহুরমতে হযরত খাজা ইয়াকুব চরখী রহমতুল্লাহি আলাইহি।
    ২৬। ইলাহী বহুরমতে হযরত খাজা উবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহি আলাইহি।
    ২৭। ইলাহী বহুরমতে হযরত খাজা মুহম্মদ যাহিদ রহমতুল্লাহি আলাইহি।
    ২৮। ইলাহী বহুরমতে হযরত খাজা দরবেশ মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি।
    ২৯। ইলাহী বহুরমতে হযরত খাজা মুহম্মদ আমাকাংগী রহমতুল্লাহি আলাইহি।
    ৩০। ইলাহী বহুরমতে হযরত খাজা বাকী বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
    ৩১। ইলাহী বহুরমতে আফদ্বালুল আওলিয়াইমামে রব্বানীক্বাইয়ূমে আউয়ালমুজাদ্দিদে আলফে ছানী হযরত শায়খ আহমদ ফারূক্বী সিরহিন্দী রহমতুল্লাহি আলাইহি।
    (তিনি মুজাদ্দিদিয়া তরীক্বার ইমাম। তিনি নকশবন্দিয়া তরীক্বাকে এতদূর সংস্কার ও সম্প্রসারণ করেনযা নতুন রূপ লাভ করেপরবর্তী সময়ে তা মুজাদ্দিদিয়া তরীক্বা নামে মশহুর হয়। এই তরীক্বাকে নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বাও বলা হয়।)
    ৩২। ইলাহী বহুরমতে হযরত শায়খ আদম বিন নূরী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৩। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৪। ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৫। ইলাহী বহুরমতে রঈসুল মুহাদ্দিছীনমুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৬। ইলাহী বহুরমতে হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৭। ইলাহী বহুরমতে আমীরুল মুমিনীনমুজাদ্দিদে যামানহযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৮। ইলাহী বহুরমতে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।
    ৩৯। ইলাহী বহুরমতে ওয়াসিল বিল্লাহআশিক্বে রসূলিল্লাহকুতুবুল ইরশাদ হযরত মাওলানা শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি।
    (উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত করিয়ে দিতে পারতেন।)
    ৪০। ইলাহী বহুরমতে আমীরুশ শরীয়ত ওয়াত তরীক্বতমুজাদ্দিদে যামানকুতুবুল আলম শাহ ছূফী আলহাজ্জ হযরত মাওলানা আব্দুল্লাহিল মারূফ মুহম্মদ আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
    ৪১। (ক) ইলাহী বহুরমতে ওলীয়ে মাদারজাদকুতুবুল আলমসুলত্বানুল আরিফীনহযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
    (খ) ইলাহী বহুরমতেকুতুবুল আলমক্বাইয়ূমে যামানশায়খুল মাশায়িখহযরত মাওলানা শাহ ছূফী আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
    ৪২। ইলাহী বহুরমতে কুতুবুল আলমআমীরুশ শরীয়তমাহতাবে তরীক্বতসুলত্বানুল আরিফীনমাহিয়ে বিদয়াতমুহইয়ে সুন্নাতমুজাদ্দিদে যামানহুজ্জাতুল ইসলামতাজুল মুফাসসিরীনরঈসুল মুহাদ্দিছীনফখরুল ফুক্বাহা আলহাজ্জ হযরত মাওলানা শাহ ছূফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
    তিনি উপরোক্ত উনাদের দুজন থেকেই খিলাফত প্রাপ্ত হন। তবে উনার প্রধান শায়খ হচ্ছেন হযরত নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী রহমতুল্লাহি আলাইহি।
    ৪৩। ইলাহী বহুরমতেখলীফাতুল্লাহখলীফাতু রসূলিল্লাহইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত,ইমামুল আইম্মাহমুহইস সুন্নাহকুতুবুল আলমমুজাদ্দিদে আযমগওছুল আযমইমামে আযমহুজ্জাতুল ইসলামসুলত্বানুল আরিফীনসাইয়্যিদুল আওলিয়াছাহিবু সুলত্বানিন নাছীর,ক্বইয়ূমুয যামানজাব্বারিউল আউয়ালক্ববিয়্যূল আউয়ালহাবীবুল্লাহআওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আলাইহিস সালাম।
    (তিনিই সারা বিশ্বে সমাদৃতপ্রশংসিতগ্রহণযোগ্য ও হক্ব সিলসিলা রাজারবাগ শরীফ-এর সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনিই হিজরী পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ।)
    আয় বারে ইলাহী! উনাদের ওসীলায় আমাদের উপর আপনার খাছ রহমতমুহব্বত ও মারিফত এবং হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ তাওয়াজ্জুহফায়িযযিয়ারতমুহব্বত ও মারিফাত দান করুন। সুন্নতের পূর্ণ পায়রবী করার তাওফীক দিন। যাহিরী ও বাতিনী দৃঢ়তা আর ইহকাল ও পরকালের সুস্থতা দান করুন। এই সকল বুযুর্গানে দ্বীন উনাদের ফুয়ূজাতবারাকাত ও কামালাতের পূর্ণ হিসসা নছীব করুন।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: রাজারবাগ শরীফের সিলসিলা মুতাবিক- নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বার শাজরা শরীফ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top