728x90 AdSpace

  • Latest News

    হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম দেখে চুম্বন করার কারণে বনী ঈসরাইলের এক ব্যক্তির ২০০ বছর আল।রাহ পাক উনার নাফরমানী করার পর ও জান্নাতী হয়ে গেল। সুবহানাল্লাহ

    " হযরত ওয়াহাব ইবনে মুনাব্বাহ(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বলেন, বনী ঈসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল অত্যন্ত পাপী, যে ২০০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানী করেছে।যখন সে মৃত্যুবরণ করে মানুষেরা তাকে এমন স্থানে নিক্ষেপ করল, যেখানে আবর্জনা ফেলা হতো। তখন হযরত মূসা আলাইহিস সালাম উনার প্রতি ওহী এল যে, লোকটিকে ওখান থেকে তুলে যেন তার ভালভাবে জানাজার নামাজ পড়ে তাকে দাফন করা হয়।হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক ! বনী ঈসরাইল সাক্ষ্য দিচ্ছে যে,লোকটি ২০০ বছর পর্যন্ত আপনার নাফরমানী করেছিল।ইরশাদ হল, হ্যাঁ, তবে তার একটি ভাল অভ্যাস ছিল। যখন সে তাওরাত শরীফ তেলওয়াত করত, যতবার আমার হাবীব হযরত মুহাম্মদ সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম মুবারক দেখত তখন সেটা ততবার চুম্বন করে চোখের উপর রাখত এবং তার প্রতি দরুদ পাঠ করত।এজন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং সত্তর জন হুর স্ত্রী স্বরুপ তাকে দান করেছি।" সুবহানাল্লাহ 
    (
    ইমাম আবু নঈমঃহুলিয়াতুল আউলিয়াঃ৩/১৪২পৃঃ , আল্লামা বোরহান উদ্দীন হালবীঃ সীরাতে হালবিয়্যাহঃ১/৮৩পৃঃ, ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি- খাসায়েসে কোবরাঃ১/৩০পৃঃ,হাদিসঃ৬৮, মাকতুত তাওফিকহিয়্যাহ, বৈরুত , আল্লামা আবদুর রহমান ছফূরীঃনুযহাতুল মাজালিসঃ২/১৪২পৃঃ)


    গুনাহগার যদি নাম মুবারক দেখে চুম্বন দেওয়ার কারনে জান্নান্তি হয় যা স্বয়ং আল্লাহ পাক ঘোষনা করেন তাহলে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ , ঈদে মিলাদুননবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করলে আল্লাহ পাক কতটুকু সন্তুষ্ট হবেন ? সেটা ফিকর করতে হবে।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম দেখে চুম্বন করার কারণে বনী ঈসরাইলের এক ব্যক্তির ২০০ বছর আল।রাহ পাক উনার নাফরমানী করার পর ও জান্নাতী হয়ে গেল। সুবহানাল্লাহ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top