728x90 AdSpace

  • Latest News

    "হযরত আবু জুরা রহমতুল্লাহি আলাইহি সপ্তম আকাশে ফেরেশতা আলাইমুস সালাম উনাদের নামাজ উনার ইমামতি করেন সুবহানাল্লাহ

    "হযরত আবু জুরা রহমতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের পর এক বুযুর্গ ব্যাত্তি উনাকে সপ্নে দেকেন উনি সপ্তম আকাশে নামায উনার ইমামতি করছেনতখন সে বুযুর্গ ব্যত্তি হযরত আবু জুরা রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞেস করলেন হে হযরত আবু জুরা রহমতুল্লাহি আলাইহি আপনার মাজার শরিফ অমুক স্তানে,তো আপনি সপ্তম আকাশে কিভাবে আসললেনতখন উনি বললেন আমি আমার জীবনে হাদিস শরিফ লিখার সময় প্রতিবার হাদিস শরিফ লিখার পর আমি দশ লক্ষ বার "ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"এই দরুদ শরিফ মুবারক লিখেছি তাই মহান আল্লাহ তিনি এতো সন্তুষ্টি মুবারক হয়েছেন এতো খুশি মুবারক হয়েছেন তিনি আমাকে সপ্তম আকাশে সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম করে দিয়েছেনসুবহানাল্লাহ

    তাহলে এখানে ফিকিরের বিষয় নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি দশ লক্ষ বার দরুদ শরিফ মুবারক পাঠ করার কারনে হযরত আবু জুরা রহমমাতুল্লাহি আলাইহি তিনি এতো সম্মানিত হয়েছেন,আর যিনি আল্লাহ পাক উনার রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কতো ফাযায়িল ফযিলত মুবারক,বুযুর্গি সুম্মান মুবারক,এবং তিনি কতো মাকাম মুবারকের অধিকারী। সুবহানাল্লাহ।তিনি শুধু আল্লাহপাক না এছাড়া সমস্ত মাকাম মুবারকের অধিকারী। সুবহানাল্লাহ।
    এখন বলার বিষয় হচ্ছে যারা অর্থাৎ ওহাবি,খারিজি,দেওবন্দি,ক্বওমী,তাবলীগি,যত দল আছে তারা যে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবীয়্যিন,রহমাতুল্লিল আলামিন উনাকে তাদের মতো বলে থাকে তাদের কাছে প্রশ্ন হচ্ছে তাদের নাম পরলে কি এতো ফযিলত পাওয়া যাবে,নাউজুবিল্লাহ।তাহলে তারা কিভাবে উনাকে তাদের মতো মানুষ বলতে পারে।আসলেই তারা গন্ড মুর্খ বালহুম আদল।মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরিফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন
    , وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ
    قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ ﴿١٧٩﴾ وَلِلَّـهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا
    الَّذِينَ يُلْحِدُونَ فِي
    অর্থ :নিশ্চয়ঈ অনেক জিন ইনসান রয়েছে যারা জাহান্নামে যাবে।তাদের অন্তর আছে কিন্ত তারা অনুধাবন করতে পারবে না,তাদের চোখ আছে কিন্ত দেখতে পাই না।তাদের কান আছে কিন্ত তারা তা দিয়ে শুনতে পাই না,এই সমস্ত লোকেরাই চতুস্পদ জন্তুর ন্যায়।বরং তারা তার চেয়ে অধম অধিক নিকৃস্ট।আর এরাই হচ্ছে গাফিল অমনোযোগী।সুরা-আরাফ শরিফ-আয়াত শরিফ ১৭৯)
    আর গাফিল লোক কখনোই আল্লাহপাক উনার হাবিব হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যে মহান শান মান মুবারক কখনোই বুঝবে না,যত দলিল দেওয়া হোক না কেনো।এরা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহান শান মান মুবারকের বিরুদ্বে এতো কুফরী করেছে কুফরী করার কারনে এদের অন্তরে মোহর পরে গেছে।এরা কখনোই বুঝবে না
    আল্লাহপাক তিনি আমাদেরকে এই সমস্ত গোমরাহ লোক থেকে আমাদের ঈমান হেফাজত করতে পারি সেই তওফিক দান করেন।আমিন

    Top of Form
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: "হযরত আবু জুরা রহমতুল্লাহি আলাইহি সপ্তম আকাশে ফেরেশতা আলাইমুস সালাম উনাদের নামাজ উনার ইমামতি করেন সুবহানাল্লাহ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top