728x90 AdSpace

  • Latest News

    যারা দাঁড়ি কামায় তারা অভিশপ্ত ও শয়তানের বন্ধু


    আল্লাহপাক কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ অর্থ: আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে তৈরী করেছিসূরা- ত্বীন শরীফ আয়াত শরীফ নং- ০৪

    আর ইবলিশ মানুষদেরকে আকৃতি বিকৃতি করার বিষয়ে ওয়াদা করেছেযেমন, পূরূষের দাঁড়ি কামানো, মেয়েদের মত লম্বা চুল রাখা, মেয়েরা পূরূষের সুরূত ধারন করা করা

    وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّـهِ ۚ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّـهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا

    অর্থ: আর তাদেরকে আল্লাহ পাক উনার সৃষ্ট আকৃতি পরিবর্তন করার আদেশ দেবযে কেউ আল্লাহ পাক উনাকে ছেড়ে শয়তানের বন্ধু হয় তারা প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়সূরা নিসা শরীফ- আয়াত শরীফ নং- ১১৯


    উপরোক্ত আয়াতের প্রথম অংশে ইবলিশের ওয়াদা উল্লেখ করা হয়েছে২য় অংশে আল্লাহ পাক উনার সতর্কবানী উল্লেখ করা হয়েছেআল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতিতে তৈরী করেছেনআর ইবলিশ দাঁড়ি কামিয়ে দেয়ার জন্য মানুষকে কুমন্ত্রনা দিয়ে থাকেহাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইরশাদ মুবারক করেন হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সকল পূরূষদেরকে যারা মেয়েদের সূরূত ধারন করে এবং ওই সকল মেয়েদেরকে যারা পূরূষের সুরূত ধারন করে” (বুখারী শরীফ)

    তাহলে যারা দাঁড়ি কামায়, তারা যেন সাবধান হয়ে যায়তওবা করে দাঁড়ি রেখে দেয়াই বুদ্ধিমানের কাজ হবেনইলে লানতগ্রস্থ হওয়া ছাড়া কোন গতি নেই।(নাউযুবিল্লাহ)


    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: যারা দাঁড়ি কামায় তারা অভিশপ্ত ও শয়তানের বন্ধু Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top