728x90 AdSpace

  • Latest News

    হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম উনার দিক থেকে সম্মানিত নসবনামা মুবারক

    মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, الله اعلم حيث يحعل رسلته
    অর্থ: মহান আল্লাহ পাক তিনি সর্বাধিক জ্ঞাত আছেন রিসালত কাকে দেয়া আবশ্যক” (পবিত্র সূরা আনয়াম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১২৪)
    পবিত্র নুবুওওয়াত ও রিসালত সাধনালব্ধ কোনো বিষয় নয়এটা মহান আল্লাহ পাক উনার একান্ত ফজল ও করমতিনি যাঁকে ইচ্ছা তাঁকে তা দান করেন
    আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  তিনি সকল নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের মধ্যে শ্রেষ্ঠতিনি শুধু মহান আল্লাহ পাক তিনি ননএছাড়া যত মর্যাদা-মর্তবা রয়েছে, সকল মর্যাদা-মর্তবার অধিকারী তিনি
    উনার পবিত্র অজুদ বা নূর মুবারকই সর্বপ্রথম সৃষ্টিতিনি ইরশাদ মুবারক করেন,
    اول ما خلق الله نورى
    অর্থ: মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেন
    তবে তিনি সর্বশেষে দুনিয়াতে তাশরীফ মুবারক এনেছেনপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
    انا خاتم النبيين لا نبى بعدى.
    অর্থ: আমি নবীগণ উনাদের মধ্যে সর্বশেষআমার পরে কোনো নবী নেই
    উল্লেখ্য যে, মহান আল্লাহ পাক তিনি আবুল বাশার হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনাকে সৃষ্টি করে নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনাকে উনার পেশানী মুবারকে স্থাপন করেনমূলত, সেই নূর মুবারক উনাকে সম্মানার্থে তিনি সম্মানিত হলেনআর সেই সম্মানের কারণে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে মুবারক নির্দেশ দেয়া হয়েছিল, উনারা যেন আবুল বাশার হযরত ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনাকে সিজদা করেনআবুল বাশার হযরত ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনার আওলাদ এবং নবী-রসূল হযরত শীস আলাইহিস সালাম উনাকে তিনি ওসীয়ত মুবারক করেন যে,
    ان لا يوضع هذا النور الا فى المطهرات من النساء.
    অর্থ: এই পবিত্র নূর মুবারক উনাকে পবিত্রা মহিলা ব্যতীত অন্য কারো নিকট যেন আমানত রাখা না হয়” (সীরাতুল হালাবিয়া-১/৪৭, মাওলেদুল মুনাবী)
    তাহ্ক্বীকুল মাক্বাম আলা কিফাইয়াতিল আওয়ামকিতাবে উল্লেখ রয়েছে যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  তিনি ইরশাদ মুবারক করেন,
    لم ازل انقل من اصلاب الطاهرين الى ارحام الطاهرات.
    অর্থ: আমি সবসময় পবিত্র পুরুষগণ উনাদের পৃষ্ঠ মুবারক হতে পবিত্রা মহিলাগণ উনাদের রেহেম শরীফে স্থানান্তরিত হয়েছিসুবহানাল্লাহ!
    নিম্নে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার পবিত্রতম নসব মুবারক তুলে ধরা হলো



    সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
    যাবীহুল্লাহিল মুকাররম, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস্ সালাম
    পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মহান আল্লাহ পাক উনার নিকট অতি প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আর্ব্দু রহমানআখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার সম্মানিত পিতা সেই প্রিয় নামেরই অধিকারী ছিলেনসুবহানাল্লাহ! (সীরাতুল হালাবিয়া ১/৯)
    সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস্ সালামতিনি উনার সম্প্রদায়ের সাইয়্যিদ .ছিলেন। (রওদুল উন্ফ ১/২৩)
    তিনি সেই ব্যক্তি যিনি জাহিলী যুগেই নিজের জন্য শরাবকে হারাম করেছেনতিনি ছিলেন মুসতাজাবুদ দাওয়াতকুরাইশদের সহনশীল ধৈর্যশীল এবং সর্বাধিক জ্ঞানী ব্যক্তিগণের মধ্যে শ্রেষ্ঠমানুষ উনার দানশীলতার জন্য  উনাকে ফাইয়াজলক্ববে অবহিত করতেন” (সীরাতুল হালাবিয়া- ১/৯)
    সাইয়্যিদুনা হযরত হাশিম আলাইহিস্ সালাম
    সাইয়্যিদুনা হযরত আবদে মানাফ আলাইহিস্ সালামউনার নাম মুগীরা
    তিনি অতি সুন্দর সীরত-ছূরত মুবারকের অধিকারী ছিলেনসেই সৌন্দর্যের কারণে উনাকে উপত্যকার চাঁদলক্বব মুবারকে সম্বোধন করা হতো” (সীরাতুল হালাবিয়া- ১/১৩ রওদুল উন্ফ ১/২৫, তারিখতু তাবারী ১/২৩৭)
    মূলত, সেই পবিত্র নসবনামার সকলেরই আকৃতি-প্রকৃতি, সীরত-ছূরত মুবারক ছিলো অতি উজ্জ্বল এবং সৌন্দর্যময়সে কারণ হলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার অজুদ মুবারক বা নূর মুবারক উনার অবস্থান
    সাইয়্যিদুনা হযরত কুসাই আলাইহিস্ সালাম
    সাইয়্যিদুনা হযরত কিলাব আলাইহিস্ সালাম
    সাইয়্যিদুনা হযরত র্মুরা আলাইহিস্ সালাম
    সাইয়্যিদুনা হযরত কাব আলাইহিস্ সালাম
    ১০সাইয়্যিদুনা হযরত লুয়াই আলাইহিস্ সালাম
    ১১সাইয়্যিদুনা হযরত গালিব আলাইহিস্ সালাম
    ১২সাইয়্যিদুনা হযরত ফিহির আলাইহিস্ সালাম
    ১৩সাইয়্যিদুনা হযরত মালিক আলাইহিস্ সালাম
    ১৪সাইয়্যিদুনা হযরত নযর আলাইহিস্ সালাম
    ১৫সাইয়্যিদুনা হযরত কিনানাহ্ আলাইহিস্ সালাম
    ১৬সাইয়্যিদুনা হযরত খুযাইমাহ্ আলাইহিস্ সালাম
    ১৭সাইয়্যিদুনা হযরত মাদ্রিকাহ্ আলাইহিস্ সালাম
    উনার নাম মুবারক আমরএই কারণে উনাকে মাদরিকাহ্ বলা হয় যে, তিনি সেই যুগের সমস্ত সম্মান-ইজ্জত ও গৌরবের অধিকারী ছিলেনউনার মধ্যে আখিরী রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার নূর মুবারক এমন উজ্জ¦লভাবে প্রকাশ ঘটেছিল, যা সবাই দেখতে পেতেনসুবহানাল্লাহ! (রওদুল উন্ফ ১/৩০)
    ১৮সাইয়্যিদুনা হযরত ইলিয়াস আলাইহিস্ সালামতিনি ছিলেন উনার সম্প্রদায়ের সাইয়্যিদপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা হযরত ইলিয়াস আলাইহিস্ সালাম উনাকে গালি দিও নাকারণ, তিনি ছিলেন প্রকৃত মুমিনতিনিই উনার পিঠ মুবারক উনার মধ্যে আখিরী রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার তালবিয়া (যা হজ্জের মধ্যে পড়া হয়) পাঠ শুনতে পেতেনসুবহানাল্লাহ! (সীরাতুল হালাবিয়া- ১/২৭, রওদুল উন্ফ- ১/৩০)
    ১৯সাইয়্যিদুনা হযরত মুদ্বার আলাইহিস্ সালাম
    উনার কন্ঠস্বর মুবারক ছিলো অত্যন্ত সুন্দরপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা হযরত মুদ্বার আলাইহিস সালাম উনাকে গালি দিও না, মন্দ বলিও নাকারণ তিনি হযরত ইব্রাহীম আলাইহিস্ সালাম উনার পবিত্র দ্বীন উনার উপর প্রতিষ্ঠিত ছিলেনসুবহানাল্লাহ! (সীরাতুল হালাবিয়া- ১/২৭ রওদুল উন্ফ ১/৩০)
    ২০সাইয়্যিদুনা হযরত নিযার আলাইহিস্ সালাম
    তিনি স্বীয় চক্ষু মুবারক উনার সামনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার নূর মুবারক দেখতে পেতেনসর্বপ্রথম আরবী ভাষায় বিশুদ্ধ কিতাব তিনিই রচনা করেন। (সীরাতুল হালাবিয়া- ১/২৮)
    ২১সাইয়্যিদুনা হযরত মায়াদ আলাইহিস্ সালাম
     তিনি জিহাদপ্রিয় ছিলেন অর্থাৎ তিনি বড় মুজাহিদ ছিলেনএমন কোনো জিহাদ নেই যে, তিনি বিজয়ী হননিসুবহানাল্লাহ! (সীরাতুল হালাবিয়া- ১/২৮)
    ২২সাইয়্যিদুনা হযরত আদ্নান আলাইহিস্ সালাম
    ২৩সাইয়্যিদুনা হযরত আদ্দ আলাইহিস্ সালাম
    ২৪সাইয়্যিদুনা হযরত মাকুম আলাইহিস্ সালাম
    ২৫সাইয়্যিদুনা হযরত নাহুর আলাইহিস্ সালাম
    ২৬সাইয়্যিদুনা হযরত তারিহ্ আলাইহিস্ সালাম
    ২৭সাইয়্যিদুনা হযরত ইয়ারিব আলাইহিস্ সালাম
    ২৮সাইয়্যিদুনা হযরত ইয়াশ্যুব আলাইহিস্ সালাম
    ২৯সাইয়্যিদুনা হযরত নাবিত আলাইহিস্ সালাম
    ৩০সাইয়্যিদুনা হযরত ইসমাইল আলাইহিস্ সালাম
    তিনি মহান আল্লাহ পাক উনার জলিলুল ক্বদর রসূল
    ৩১সাইয়্যিদুনা হযরত ইব্রাহীম আলাইহিস্ সালাম
    তিনি মুসলিম মিল্লাতের পিতামহান আল্লাহ পাক উনার জলিলুল ক্বদর রসূলউনার উপর ১০খানা ছহীফা নাযিল হয়েছিলসুবহানাল্লাহ!
    ৩২সাইয়্যিদুনা হযরত তারাহ আলাইহিস্ সালাম
    যদিও কেউ কেউ সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম উনার পিতা হিসাবে আযরের নাম উল্লেখ করেছেনাউযুবিল্লাহ! এটা কুফরী আক্বীদাকারণ আযর কাফির ছিলোতাদের এ বক্তব্য সম্পূর্ণ ভুল ও অশুদ্ধ এবং কাট্টা কুফরীকারণ সীরাতুল হালাবিয়াসহ অন্যান্য সীরাত গ্রন্থে উল্লেখ আছে
    اجمع اهل الكتاب على أن ازر كان عمه. والعرب سمى العم ابا كما تسمى الخالة
    অর্থাৎ আহলে কিতাবগণ উনাদের ইজমা হয়েছে যে, আযর ছিল হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম উনার চাচাআরবরা সাধারণত চাচাকে বাবা বলে সম্বোধন করেনযেমন খালাকে মা বলে সম্বোধন করতেন। (সীরাতুল হালাবিয়া-১/৪৫)
    ৩৩সাইয়্যিদুনা হযরত নাহুর আলাইহিস্ সালাম
    ৩৪সাইয়্যিদুনা হযরত আরগুবী আলাইহিস্ সালাম
    ৩৫সাইয়্যিদুনা হযরত সারিহ্ আলাইহিস্ সালাম
    ৩৬সাইয়্যিদুনা হযরত ফালিহ্ আলাইহিস্ সালাম
    ৩৭সাইয়্যিদুনা হযরত আবির আলাইহিস্ সালাম
    ৩৮সাইয়্যিদুনা হযরত শালিখ আলাইহিস্ সালাম
    ৩৯সাইয়্যিদুনা হযরত আরফাখ্শাজ আলাইহিস্ সালাম
    ৪০সাইয়্যিদুনা হযরত শাম আলাইহিস্ সালাম
    ৪১সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস্ সালাম
    তিনি মহান আল্লাহ পাক উনার জলিলুল ক্বদর রসূলসুবহানাল্লাহ!
    ৪২সাইয়্যিদুনা হযরত লাম্ক আলাইহিস্ সালাম
    ৪৩সাইয়্যিদুনা হযরত মাতুশালাখ আলাইহিস্ সালাম
    ৪৪সাইয়্যিদুনা হযরত আখনুখ আলাইহিস্ সালাম
     যিনি হযরত ইদ্রীস আলাইহিস্ সালাম নামে মাশহুরউনার উপর ৩০খানা ছহীফা নাযিল হয়েছিল। (তারিখুত তাবারী ১/৫১৮)
    ৪৫সাইয়্যিদুনা হযরত ইর্য়াদ আলাইহিস্ সালাম
    ৪৬সাইয়্যিদুনা হযরত মাহ্লাইল আলাইহিস্ সালাম
    ৪৭সাইয়্যিদুনা হযরত কাইনান আলাইহিস্ সালাম
    ৪৮সাইয়্যিদুনা হযরত আনুশ আলাইহিস্ সালাম
    ৪৯সাইয়্যিদুনা হযরত শীস আলাইহিস্ সালাম
    তিনিও মহান আল্লাহ পাক উনার রসূল ছিলেনউনার উপর ৫০খানা সহীফা নাযিল হয়েছিল
    ৫০সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম শফীউল্লাহ আলাইহিস্ সালাম
    তিনি সর্বপ্রথম নবী ও রসূলউনার উপর ১০খানা ছহীফা নাযিল হয়েছিল

    (দালায়িলুন্ নবুওওয়াত লিল বাইহাক্বী ১/১৭৯- সীরাতু ইবনে হিশাম- ১/১-২, সীরাতুল হালাবিয়া- ১/৯, মাওয়াহিবুল লাদুন্নিয়া, তারিখুত্ তাবারী ১/৪৯৭ রাওদুল উন্ফ ১/২৩ শরহুল আল্লামাতিয্ যারকানী ১/৩৫ ইত্যাদি)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম উনার দিক থেকে সম্মানিত নসবনামা মুবারক Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top