728x90 AdSpace

  • Latest News

    "কুরআন শরীফ ও হাদীছ শরীফ উনাদের মতে সাইয়্যিদুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অবশ্য অবশ্যই খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ"

    সাইয়্যিদুল মুরসালীনইমামুল মুরসালীননূরে মুজাসসামহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে যমসাইয়্যিদুল খুলাফাআবুল খুলাফা আওলাদে রসূল,আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক শানে ইরশাদ করেন,আমার পরে খলীফাগণ উনাদের যুগখলীফাগণ উনাদের পর আমীরউমরাদের যুগ আমীর উমরাদের পর রাজা-বাদশাহদের যুগ তথারাজতন্ত্র রাজতন্ত্রের পর হবে অত্যাচারীযালিমলুটেরাস্বৈরাচারশাসকদের শাসন ব্যবস্থা তথা জোর জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা,যুলুমতন্ত্র তথা গণতন্ত্র
    অতঃপর আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে থেকে আমার একজন খাছআওলাদএকজন মহান খলীফা তিনি দুনিয়ার যমীনে তাশরীফ নিবেন তিনি এসে পুরো পৃথিবীকেইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন (দায়লামী শরীফ ৫ম জিলদ ৪৫৬ পৃষ্ঠাইসিতয়াব ১ম জিলদ১৩৭ পৃষ্ঠা)

    হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার মুবারক শানে অন্য হাদীছ শরীফ- নূরেমুজাসসামহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেনএমন একটিসময় আসবে যখন অত্যাচারঅবিচারযুলুমনির্যাতনঅবাধ্যতাসীমালঙ্ঘন  বেইনসাফীতেপুরো পৃথিবী ভরে যাবে অতঃপর অবশ্যই অবশ্যই আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামউনাদের মধ্য থেকে আমার একজন খাছ আওলাদএকজন মহান খলীফা তিনি দুনিয়ার যমীনেতাশরীফ নিবেন তিনি এসে পুরো পৃথিবীকে এমনভাবে ইনসাফ  ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ করেদিবেন যেমনিভাবে অত্যাচার অবিচারযুলুমনির্যাতনঅবাধ্যতাসীমালঙ্ঘন  বেইনসাফীতেপুরো পৃথিবী পরিপূর্ণ ছিলো (আল জামিউছ ছগীরআল ফাতাহুল কাবীর লিস সুয়ূত্বী)



    সেটাই আমরা দেখতে পাচ্ছিবর্তমানে গণতন্ত্রের যাঁতাকালে সমস্ত মানুষ নির্যাতিতনিষ্পেষিতহচ্ছে বেপর্দা বেহায়াঅত্যাচারঅবিচারযুলুমনির্যাতানঅবাধ্যতাসীমালঙ্ঘন বেইনসাফীতে পুরো পৃথিবী ভরে গেছে আর এমনি এক কঠিন পরিস্থিতিতেএমন এক কঠিন সময়েএই দুনিয়ার যমীনে তাশরীফ নিয়েছেন সর্বশ্রেষ্ঠ ত্রাণকর্তাসাইয়্যিদুল খুলাফাআবুল খুলাফা,খলীফাতুল মুসলিমীনআমীরুল মুমিনীনআওলাদে রসূলআস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় বিশ্বের সমস্ত ইহুদীখ্রিস্টানকাফিরমুশরিক,হিন্দু বৌদ্ধমুজুসীমুনাফিক্ব  উলামায়ে ছূরা নিশ্চিনহ হয়ে যাচ্ছে

    সুতরাং উনার মুবারক উসীলায় অবশ্যই অবশ্যই সারা পৃথিবীতে খিলাফত আলা মিনহাজিননুবুওওয়াহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহসুতরাং বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য ফরয-ওয়াজিবহচ্ছে উনার মুবারক দামানে জমায়েত হওয়া মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে কবুলকরুন আমীন
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: "কুরআন শরীফ ও হাদীছ শরীফ উনাদের মতে সাইয়্যিদুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অবশ্য অবশ্যই খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ" Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top