সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা আওলাদে রসূল,আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক শানে ইরশাদ করেন,আমার পরে খলীফাগণ উনাদের যুগ, খলীফাগণ উনাদের পর আমীরউমরাদের যুগ। আমীর উমরাদের পর রাজা-বাদশাহদের যুগ। তথারাজতন্ত্র। রাজতন্ত্রের পর হবে অত্যাচারী, যালিম, লুটেরা, স্বৈরাচারশাসকদের শাসন ব্যবস্থা তথা জোর জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা,যুলুমতন্ত্র তথা গণতন্ত্র।
হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার মুবারক শানে অন্য হাদীছ শরীফ-এ নূরেমুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, এমন একটিসময় আসবে যখন অত্যাচার, অবিচার, যুলুম, নির্যাতন, অবাধ্যতা, সীমালঙ্ঘন ও বেইনসাফীতেপুরো পৃথিবী ভরে যাবে। অতঃপর অবশ্যই অবশ্যই আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামউনাদের মধ্য থেকে আমার একজন খাছ আওলাদ, একজন মহান খলীফা তিনি দুনিয়ার যমীনেতাশরীফ নিবেন। তিনি এসে পুরো পৃথিবীকে এমনভাবে ইনসাফ ও ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ করেদিবেন যেমনিভাবে অত্যাচার অবিচার, যুলুম, নির্যাতন, অবাধ্যতা, সীমালঙ্ঘন ও বেইনসাফীতেপুরো পৃথিবী পরিপূর্ণ ছিলো।” (আল জামিউছ ছগীর, আল ফাতাহুল কাবীর লিস সুয়ূত্বী)
সেটাই আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে গণতন্ত্রের যাঁতাকালে সমস্ত মানুষ নির্যাতিত, নিষ্পেষিতহচ্ছে। বেপর্দা বেহায়া, অত্যাচার, অবিচার, যুলুম, নির্যাতান, অবাধ্যতা, সীমালঙ্ঘন ওবেইনসাফীতে পুরো পৃথিবী ভরে গেছে। আর এমনি এক কঠিন পরিস্থিতিতে, এমন এক কঠিন সময়েএই দুনিয়ার যমীনে তাশরীফ নিয়েছেন সর্বশ্রেষ্ঠ ত্রাণকর্তা, সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা,খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, আওলাদে রসূল, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদক্বিবলা আলাইহিস সালাম। উনার মুবারক উসীলায় বিশ্বের সমস্ত ইহুদী, খ্রিস্টান, কাফির, মুশরিক,হিন্দু বৌদ্ধ, মুজুসী, মুনাফিক্ব ও উলামায়ে ছূ’রা নিশ্চিনহ হয়ে যাচ্ছে।
সুতরাং উনার মুবারক উসীলায় অবশ্যই অবশ্যই সারা পৃথিবীতে খিলাফত আলা মিনহাজিননুবুওওয়াহ প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ! সুতরাং বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য ফরয-ওয়াজিবহচ্ছে উনার মুবারক দামানে জমায়েত হওয়া। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে কবুলকরুন। আমীন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন