728x90 AdSpace

  • Latest News

    হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র “নূরুশ শিফা” মুবারক পান করা জান্নাতী হওয়ার কারন

    সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুজুর পাক ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লাম উনার অসীম ফজিলত মুবারক :

    উনার নূরুশ শিফা বা (পেশাব) মুবারক পুতঃপবিত্র ,যা পানে জান্নাত নছীব হয় —
    ﻋﻦ ﺣﻜﻴﻤﺖ ﺑﻨﺖ ﺍﻣﻴﻤﺔ ﺑﻨﺖ ﺩﻗﻴﻘﺔ ﻋﻦ
    ﺍﻣﻬﺎ ﺍﻧﻬﺎ ﻗﺎﻟﺖ ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ
    ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻳﺒﻮﻝ ﻓﻲ ﻗﺪﺡ ﻋﻴﺪﺍﻥ ﺛﻢ
    ﻳﺮﻓﻊ ﺗﺤﺖ ﺳﺮﻳﺮﻩ ﻓﺒﺎﻝ ﻓﻴﻪ ﺛﻢ ﺟﺎﺀ
    ﻓﺎﺭﺍﺩﻩ ﻓﺎﺫﺍ ﺍﻟﻘﺪﺡ ﻟﻴﺲ ﻓﻴﻪ ﺷﻴﺊ ﻓﻘﺎﻝ
    ﻻﻣﺮﺃﺓ ﻳﻘﺎﻝ ﻟﻬﺎ ﺑﺮﻛﺔ ﻛﺎﻧﺖ ﺗﺨﺪﻡ ﺍﻡ
    ﺣﺒﻴﺒﺔ ﺟﺎﺀﺕ ﺑﻬﺎ ﻣﻦ ﺍﺭﺽ ﺍﻟﺤﺒﺸﺔ ﺍﻳﻦ
    ﺍﻟﺒﻮﻝ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻓﻲ ﺍﻟﻘﺪﺡ ؟ ﻗﺎﻟﺖ
    ﺷﺮﺑﺘﻪ ﻓﻘﺎﻝ ﻟﻘﺪ ﺍﺣﺘﻈﺮﺕ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ
    ﺑﺤﻈﺎﺭ

    অর্থ : হযরত হাকীমা বিনতে আমীমা বিনতে দাক্বীক্বা মাতা থেকে বর্ননা করেছেন। নিশ্চয়ই
    তিনি বলেছেন, একদা হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পাত্রে পবিত্র নূরুশ শিফা (পেশাব) মুবারক করলেন
    এবং তা খাট মুবারকের নিচে রেখে দিলেন। এরপর তার একটি ব্যবস্থা করার ইচ্ছা করলে এসে দেখলেন পাত্রের মধ্যে কিছু নেই। তখন
    তিনি বারাকা নামের এক মহিলা, যিনি হাবশা হতে উম্মু হাবীবা আলাইহাস সালাম উনার খাদিমা হিসাবে এসেছিলেন, তাঁকে বললেন, পাত্রের মধ্যে যে নূরুশ শিফা মুবারক ছিলো তা কোথায় গেল ?
    উত্তরে তিনি বললেন, আমি উহা পান করে ফেলেছি। তখন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্যই তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ রাখলে !”
    দলীল –
    √ ত্ববরানী ফিল মু”জামিল কবীর ২৪ খন্ড ১৮৯ পৃষ্ঠা !
    √ ত্ববরানী ফিল মু’জামিল কবীর ২৫ খন্ড ৮৯ পৃষ্ঠা !
    √ আল মুসতাদরেক লিল হাকিম ১ম খন্ড ২৭২ পৃষ্ঠা – ৫৯৩ নং হাদীস !
    √ আল মুসতাদরেক লিল হাকিম ৪র্থ খন্ড ৭১ পৃষ্ঠা – ৬৯১২ নং হাদীস !
    √ ইবনু হিব্বান ১৪১৩ নং হাদীস !
    √ দালাইলুন নবুওয়াত ২য় খন্ড ৬৫৪ পৃষ্ঠা !
    √ খাছায়েছুল কুবরা ১ম খন্ড ১২২
    পৃষ্ঠা !
    √ মাদারেজুন নবুওয়াত ১ম অধ্যায়।
    √ মুসনাদে আব্দুর রাজ্জাক !
    √ আদদারু কুতনী
    √ আবু ইয়ালা !
    সুবহানাল্লাহ্ !!
    বিঃ দ্রঃ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে ইস্তেঞ্জা বা পেশাব ইত্যাদি শব্দ ব্যবহার করা আদবের খিলাফ। উনার শানে ব্যবহার করতে হবে নূরুশ শিফা বা সুস্থতাদান কারী নূর মুবারক। সুবহানাল্লাহ !!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র “নূরুশ শিফা” মুবারক পান করা জান্নাতী হওয়ার কারন Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top