728x90 AdSpace

  • Latest News

    পবিত্র মুনাজাত করার সুন্নতী পদ্ধতি

    . দুরূদ শরীফ পাঠের মাধ্যমে মুনাজাত শুরু করা। অর্থাৎ মুনাজাতের শুরুতে, মধ্যখানে শেষে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদীছ শরীফ- ইরশাদ হয়েছে,
    عن عمر بن الخطاب رضى الله تعالى عنه قال ان الدعاء موقوف بين السماء والارض حتى تصلى على نبيك فصلوا فى الاول الدعاء واوسطها واخرها.


    অর্থ: হযরত উমর ইবনুল খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, “দোয়া বা মুনাজাত আসমান যমীনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার প্রতি দুরূদ শরীফ পাঠ না করা হয়।সুতরাং তোমরা দোয়া বা মুনাজাতের শুরুতে, মধ্যখানে শেষে দুরূদ শরীফ পাঠ করো।
    . উভয় হাত সিনা পর্যন্ত উত্তোলন করা।
    . উভয় হাত মিলিত রাখা কোন ফাঁক না রাখা।
    . হাতের তালু আসমানের দিকে রাখা।
    . পাঁচ ওয়াক্ত নামায, জুমুয়া, ঈদ, তারাবীহসহ সর্বপ্রকার নামাযের পর এবং যে কোন মাহফিল বা দীনী মজলিসের পর হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করা জায়িয সুন্নত।
    . নিম্নোক্ত আয়াত শরীফ পাঠ করে মুনাজাত শেষ করা সুন্নত।

    سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَسَلٰمٌ عَلَى الْـمُرْسَلِيْنَ وَالْـحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ.


    বিঃ দ্রঃ- মুনাজাতে কি চাইতে হবে কিভাবে চাইতে হবে তা জানতে হলে এবং সুন্নত তরীক্বা মোতাবেক মুনাজাত করতে হলে বর্তমান যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে যম ঢাকা রাজারবাগ শরীফ-উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ উনি যেভাবে মুনাজাত করেন সেভাবে মুনাজাত করতে হবে


    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পবিত্র মুনাজাত করার সুন্নতী পদ্ধতি Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top