728x90 AdSpace

  • Latest News

    কবর জিয়ারত করা খাছ সুন্নতের অন্তর্ভুক্ত |

    সহি হাদিস শরীফ থেকে স্পষ্ট যে কবর জিয়ারত করা খাছ সুন্নতের অন্তর্ভুক্ত | কিন্তু দুঃখের বিষয় আমাদের মাঝে অনেক নামধারী বাতিল ফেরকার মুসলমান তা স্বীকার করতে চান না ! এটার কারণ হয়তো কোরআন হাদিস সম্পর্কে তাদের কোন পর্যাপ্ত জ্ঞান নেই নতুবা ওরা ইচ্ছা করেই সাধারণ মুসলমানের ঈমান আমলকে নষ্ট করার জন্য জঘন্য মুনাফেকী করছে | কবর জিয়ারত যে খাছ সুন্নত এবং সম্পূর্ণ জায়েজ তার কিছু সহি দলিল পবিত্র হাদিস শরীফ হতে আপনাদের খেদমতে উপস্থাপন করবো ইন শাহ আল্লাহ |
    পবিত্র হাদিস শরীফে এরশাদ হয়েছে , عن ابن
    عمر رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم من زار قبري وجبت له شفاعتي
    অর্থ : হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদ্বি আল্লাহু তালা আনহু হতে বর্ণিত , রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন , যে আমার রওজা শরীফ জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল | [ শিফাউস সিকাম ২ , জামে ছগীর ১৭১ ]
    পবিত্র হাদিস শরীফে আরো এরশাদ হয়েছে , كنت نهيتكم عن زيارة القبور فزوروها فا نها نزهد في الدنيا وتذكرة الاخر
    অর্থ : হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বি আল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত , রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন , আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম , এখন তোমরা তা করতে পারো | কেননা উহা দুনিয়ার আসক্তি কমায় এবং আখিরাতকে স্মরন করায় | [ মিশকাত শরীফ 
    ১৬৭৭ , ইবনে মাজাহ শরীফ ]

    হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ্বি আল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস , একদিন নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনা শরীফের কিছু কবরের নিকট গেলেন অতঃপর তাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, সালাম হোক তোমাদের প্রতি হে কবরবাসী | [ মিশকাত শরীফ ১৬৭৩ , তিরমিজি শরীফ ]
    ফতোয়ায়ে শামী এর ভূমিকায় বর্ণিত হাদিস , فيه يستحب ان يزور شهداء جبل احد لماروي ابن ابي شيبة ” ان النبي صلي الله عليه وسلم كان ياء تي قبور الشهداء باحد علي رأس كل حول فيقول السلا عليكم بما صبرتم فنعم عقبي الدار অর্থ : ওহুদ পাহাড়ের শহীদগনের ( কবর) যিয়ারত করা মোস্তাহাব | ইবনে আবী শায়বা হতে বর্নিত আছে , হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি বৎসরান্তে ওহুদের শহীদগনের কবর যিয়ারত করতে আসতেন | অতঃপর বলতেন, তোমাদের প্রতি সালাম , যেমন তোমরা ধৈর্য ধারন করেছিলে তেমনি পরকালে উত্তম বাস স্থান লাভ করেছ | [ ফতোয়ায়ে শামী ২য় খন্ড ২৩৪ পৃষ্ঠা ]
    হাদিস শরীফে আরো এরশাদ হয়েছে , ইবনে নোমান রাদ্বি আল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ,
    হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যাক্তি প্রত্যেক জুমুয়ার দিন নিজ পিতা-মাতা অথবা তাদের মধ্যে একজনের কবর যিয়ারত করবে তাকে মাফ করে দেয়া হবে | [ মিশকাত ১৬৭৬ ]
    অতএব উপরোক্ত সহি হাদিস শরীফ্গুলো থেকে দিবালোকের মত পরিস্কার যে , কবর জিয়ারত করা খাছ সুন্নত এবং অতীব ফজিলতের কাজ | কিন্তু যারা এর বিরোধীতা করে বুঝতে হবে এরা প্রকৃত অর্থেই মুর্খ এবং বাতিল ফেরকা , যারা সাধারণ মুসলমানের মধ্যে বিব্রান্তি সৃষ্ঠির মাধ্যমে মূল্যবান ঈমান আমল নষ্ট করার মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে |


    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: কবর জিয়ারত করা খাছ সুন্নতের অন্তর্ভুক্ত | Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top