728x90 AdSpace

  • Latest News

    সাইয়্যিদাহ শাহী দাদী ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক বিছাল শরীফ স্মরণে

    যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম হলেন সাইয়্যিদাহ হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম। 
    তিনি ১৪৩২ হিজরী সনের ২৫শে শাওওয়াল শুক্রবার দিবাগত রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার দীদার মুবারক-এ চলে যান। সাইয়্যিদাহ শাহী দাদীজান উনাকে যতক্ষণ সময় দেখেছি উনি সবসময় তওবা-ইস্তিগফার করতেন। উনি সবসময় পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতেন এবং তিলাওয়াত শুনতে পছন্দ করতেন, উনি প্রতি শুক্রবার হাত-পা মুবারক উনার নখ মুবারক কাটতেন। এছাড়া উনি সবসময় তাসবীহ- তাহলিলে মশগুল থাকতেন। প্রায় রাত ১০টা ৫৫ মিনিটে তিনি পবিত্র বিছাল শরীফ লাভ করেন। পবিত্র বিছাল শরীফ লাভের পর উনার চেহারা মুবারক অতীব নূরানী হয়ে যায়। আরবী তারিখ অনুযায়ী ৯৯ বছর ৩ মাস বয়স মুবারক হলেও পবিত্র বিছাল শরীফ উনার পরে উনাকে ২৫-৩০, ৩০-৩৫ বছরের মহিলাগণ উনাদের মতো দেখা গেছে। সুবহানাল্লাহ!
    হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র মাজার শরীফ, নূরানীগঞ্জ,বাংলাদেশ।

    আসলে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদেরকে তো খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনিই হিফাজত করেন, আমরা গোলামরা আজীবন লিখে গেলেও তো উনার বেমেছাল ছানা-ছিফত শেষ হবে না। ইয়া শাহী দাদীজান! এই অধমাকে আপনি ক্ষমা করে দিন, এই অধমার ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিন, কবুল করে নিন। (আমীন)
    আয় আল্লাহ পাক! আপনি আমাদেরকে আজীবন আহলে বাইত শরীফ উনাদের ছানা ছিফত করার, মুহব্বত করার এবং তা’যীম-তাকরীম করার তাওফীক দান করুন। (আমীন)
    “ছল্লু আলা শাহী দাদী ক্বিবলা
    ছল্লু আলা শাহী দাদী ক্বিবলা”
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: সাইয়্যিদাহ শাহী দাদী ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক বিছাল শরীফ স্মরণে Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top